অর্থৈনিতক প্রতিবেদক : আগামী ১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
সোমবার (০৬ এপ্রিল) সংগঠন দুইটির সভাপতি রুবানা হক ও সেলিম ওসমান স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, মহামারি করোনাভাইরাসের কারণে সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে কারখানাগুলো আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রপ্তানি শিল্পের জরুরি শিপমেন্টের ক্ষেত্রে স্ব-স্ব অ্যাসোসিয়েশন, কলকারখানা পরিদর্শন অধিদপ্তর ও শিল্প পুলিশকে অবহিত সাপেক্ষে পিপিপি ও মাস্কসহ শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
একইসঙ্গে বিবৃতিতে আগামী ১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করার আহ্বান জানানো হয়েছে।