নিজস্ব প্রতিবেদক : লোকলজ্জার ভয়ে লাইনে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী নিতে বিব্রত বোধ করেন, এমন মানুষদের হটলাইনে যোগাযোগে বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রমও চলমান রয়েছে।
আজ বূধবার পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) হটলাইন নম্বরে ১০১৭৪ জন নাগরিক ফোন করে খোঁজখবর নিয়েছেন। তাদের মধ্যে ২৫৭৩ জন খাদ্যসামগ্রী বাসায় পৌঁছে দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। রেজিস্ট্রেশনভুক্ত ১৫৮৭ জনের বাসায় ইতোমধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। অবশিষ্ট ৯৮৬ জনের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
লোকলজ্জায় ভয়ে লাইনে দাঁড়িয়ে অথবা সবার সামনে খাদ্যসামগ্রী নিতে বিব্রতবোধকারীদের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এ কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে।
সীমিত পরিসরে চলমান এ কার্যক্রমের আওতায় হটলাইন ০১৭০৯৯০০৭০৩ এবং ০১৭০৯৯০০৭০৪ নম্বরে ফোন করার জন্য আগ্রহীদের প্রতি অনুরোধ জানিয়েছে ডিএসসিসি।