নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি দিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিএনপিসহ সব রাজনৈতিক দলের যেসব নেতাকর্মী এ সংক্রান্ত মামলায় সাজাপ্রাপ্ত ও বিচারাধীন অভিযুক্ত হয়ে কারাগারে আটক আছেন, তাদেরকে এই ভয়ানক করোনাভাইরাস সংক্রমণের কারণে অবিলম্বে মুক্তি দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর সচিবালয়ে মহাসচিবের স্বাক্ষরে একটি চিঠি পাঠানো হয়েছে।
বুধবার (০৮ এপ্রিল) দুপুর ২টার দিকে এ চিঠি দেওয়া হয়েছে বলেও জানান শায়রুল কবির।