নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সংকটে থাকা মানুষকে খাদ্য সহায়তা দিতে সিপিডির (সেন্টার ফর পলিসি ডায়ালগ) পর্যালোচনায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সরকারের নেওয়া পদক্ষেপ প্রতিফলিত না হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) নববর্ষের প্রথম দিন রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হয়ে সমসাময়িক বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে এই বিষয়ে কথা বলেন তিনি। এ সময় সব গণমাধ্যমকর্মীসহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যাপক সহায়তাসহ দেশের প্রায় ৬ কোটি মানুষকে সরকারি সহায়তার আওতায় এনেছেন। সে বিষয়টি সিপিডি’র গবেষণায় প্রতিফলিত না হওয়ায় বিস্ময় ও দুঃখপ্রকাশ করেন তিনি।
তথ্যমন্ত্রী বিএনপি’র সাম্প্রতিক বিভিন্ন মন্তব্য সম্পর্কে বলেন, দলটির নেতারা করোনাভাইরাসের দুর্যোগে জনগণের পাশে না দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথাবার্তার প্রতিযোগিতায় নেমেছেন।