নিজস্ব প্রতিবেদক : সৌদি আরব থেকে দেশে ফেরা ৩১২ বাংলাদেশিকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। রাজধানীর আশকোনায় অবস্থিত হজক্যাম্পে সবাই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান এ তথ্য জানিয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট তাদের নিয়ে ঢাকায় অবতরণ করে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ৮ নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে তাদের বের করে সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে দেওয়া হয়। সেখান থেকে বিআরটিসির নন-এসি বাসে করে আশকোনা হজক্যাম্পে নিয়ে রাখা হয়েছে তাদের। এখানে তারা সরকারের নির্দেশনা অনুযায়ী, ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন। এরপর বাড়িতে ফিরবেন।
ফেরত আসাদের মধ্যে সৌদি আরবে আটকে পড়া ১৪৪ বাংলাদেশি ওমরাহযাত্রী এবং দেশটির বিভিন্ন কারাগার থেকে ছাড়া পাওয়া ১৬৮ প্রবাসী ছিলেন।