আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের কারণে বিশ্বের অধিকাংশ দেশে এখন চলছে লকডাউন। তাই রাস্তাঘাট, পর্যটন কেন্দ্র সবই এখন প্রায় ফাঁকা। দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কও পর্যটক বা দর্শনার্থী শূন্য। মানুষজনের দেখা না পেয়ে তাই পার্কের কয়েকটি সিংহকে সড়কেই সুখনিদ্রায় যেতে দেখা গেছে।
গতকাল বৃহস্পতিবার পার্কের রেঞ্জার রিচার্ড সোরি এই ছবিটি তুলেছেন। এতে অন্তত ৮টি সিংহকে পার্কের বাইরে একটি বিশ্রামাগারের কাছে সড়কের ওপর ঘুমাতে দেখা গেছে।
ন্যাশনাল পার্কের মিডিয়া কর্মকর্তা আইজাক ফালা বিবিসিকে বলেছেন, সিংহ সাধারণত ঝোপঝাড়ে বিশ্রাম নেয়। তবে ‘ওরা এখন অনেক স্মার্ট হয়েছে এবং আমরা না থাকায় তারা এখন স্বাধীনতা ভোগ করছে।’ শুকনো হওয়ায় সিংহগুলোর কাছে রাস্তাটি পছন্দ হয়েছিল বলে জানান তিনি।