রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

৮৫০০ পরিবার হটলাইনে ফোন করে খাবার পেল

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ১৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: লোকলজ্জার ভয়ে লাইনে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী গ্রহণে বিব্রতবোধকারী সাড়ে আট হাজার পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এদের সবাই করপোরেশনের হটলাইন ফোন করে খাদ্য সহায়তার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন।

আজ শুক্রবার ডিএসসিসির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
ডিএসসিসি জানায়, ১৭ এপ্রিল পর্যন্ত করপোরেশনের হটলাইন নম্বরে ১৭ হাজার ১৭৫ জন নাগরিক ফোন করে খোঁজখবর নিয়েছেন। তাদের মধ্যে আট হাজার ৫৯২ জন খাদ্যসামগ্রী বাসায় পৌঁছে দেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। রেজিস্ট্রেশনভুক্ত পাঁচ হাজার ৪৭৯ জনের বাসায় এরইমধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। অবশিষ্ট তিন হাজার ১১৩ জনের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

লোকলজ্জার ভয়ে লাইনে দাঁড়িয়ে অথবা পরিবারের সদস্যদের সামনে এ খাদ্যসামগ্রী গ্রহণে বিব্রতবোধকারীদের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এ কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে বলে করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সীমিত পরিসরে চলমান এ কার্যক্রমের আওতায় হটলাইন ০১৭০৯৯০০৭০৩ এবং ০১৭০৯৯০০৭০৪ নম্বরে ফোন করার জন্য আগ্রহী নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছে ডিএসসিসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com