আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের জন্মদিনে এবার থাকছে না কোনো বিশেষ আয়োজন। আগামী মঙ্গলবার ৯৪তম জন্মদিনের সব ধরনের অনুষ্ঠান বাতিল করেছেন তিনি। করোনাভাইরাস মহামারির কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
আগামী ২১ এপ্রিল এলিজাবেথের জন্মদিন। এদিন ঐতিহ্যগতভাবে চলে আসা ‘গান স্যালুট’ না করার অনুরোধ করেছেন তিনি। আগামী জুনে অফিসিয়াল জন্মদিনের প্যারেডও বাতিল করা হয়েছে।
ব্রিটেনে এখন পর্যন্ত ১৪ হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছেন, আক্রান্ত হয়েছে এক লাখের বেশি। দেশবাসীর এই ভোগান্তির সময়ে কোনোভাবে জন্মদিনের আনন্দ করতে চান না এলিজাবেথ। তাছাড়া তার জন্মদিন উপলক্ষে জনসমাগম হোক, তা চান না এলিজাবেথ।
তাই ৬৮ বছরের রাজত্বে প্রথমবার জন্মদিন অনুষ্ঠান বাতিলের অনুরোধ করেছেন ব্রিটেনের রানি। সবার আগে এ খবর জানান আইটিভি রিপোর্টার ক্রিস শিপ, ‘আমরা এবার রানির জন্মদিনে বিশেষ কোনো আয়োজন দেখতে পাবো না।