ক্রীড়া প্রতিবেদক : জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েস বাবা হারিয়েছেন।গত ২৩ মার্চ মেহেরপুরে ইমরুল কায়েসের বাবা বানি আমিন বিশ্বাস সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে ঢাকায় এনে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন ইমরুল।
প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করেছিলেন তিনি। রোববার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হয়। রাত ৯ টায় আসে দুঃসংবাদ। পৃথিবীর সকল মায়া ত্যাগ করে বানি আমিন বিশ্বাস পাড়ি জমিয়েছেন পরপারে (ইন্না লিল্লাহে…রাজিউন) । তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।
মেহেরপুরের-কাথুলী সড়কে দূর্ঘটনায় আহত হন ইমরুলের বাবা। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি শ্যালো ইঞ্জিনচালিত গাড়ি ইমরুলের বাবার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছিল, তাঁর বাম পা ভেঙে গেছে। কানে মারাত্মক চোট পেয়েছেন। সেদিন দুপুরে মুমূর্ষু অবস্থায় হেলিকপ্টারে ঢাকা নিয়ে আসা তাকে। ঢাকায় তাঁর শারীরিক পরিস্থিতি খুব একটা উন্নতি হয়নি। রাজধানীর স্কয়ার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছিল দীর্ঘদিন। আজ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সেই সাথে তাঁর বিদেহী আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
জানা গেছে, মরদেহ নিয়ে ইমরুল মেহেরপুরের পথে। গ্রামের বাড়িতে জানাযা ও দাফন সম্পন্ন হবে।