মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

কালীগঞ্জে কৃষকদের পাশে মেহের আফরোজ চুমকি এমপি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ২৫৮ বার পঠিত

আজগর পাঠান,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : মহামারি করোনা ভাইরাস নিয়ে আতংকিত আজ সমগ্র বিশ্ব।এদিকে বাংলাদেশের কৃষকের মাঠে মাঠে পেকেছে ধান। লকডাউন থাকার কারণে, ধান কেটে ঘরে তুলা নিয়ে কৃষকরা পড়েছে বিপাকে। ২১ এপ্রিল   মঙ্গলবার সকালে গাজীপুর,কালীগঞ্জ শাখা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার জাংগালিয়া ইউনিয়নের কাউলিতা গ্রামে উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক মোঃ মবিন খান উজ্জলের বাড়ী সংলগ্ন মাঠে কৃষকের মাঝে (রিপার) ধান কর্তন করার যন্ত্র  বিতরণ করা হয়। এ সময় প্রাধান অতিথি হিসেবে উপস্থিত,বংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি বলেন।
মহামারি করোনা ভাইরাস,এ দুর্যোগ  শুধু মাত্র বাংলাদেশে নয়।বিশ্বের সমগ্র দেশেই এ ভাইরাসে মানুষ আতংকিত। আর এই ভাইরাসের কারণে দেশের কৃষকরা ধান কাটা নিয়ে বিপাকে আছে।তাই বর্তমানে  বোরো জমির ধান কেটে ঘরে তোলাটা কৃষকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। শুধু এক এলাকায় নয় দেশের বিভিন্ন এলাকার ন্যায় গাজীপুরের কালীগঞ্জে আমাদের বেলাই বিল রয়েছে।এখানে প্রচুর ধান উৎপান্ন হয় কিভাবে তা উত্তোলন করবো এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।
তাই যারা প্রচুর ফসল কাটতে পারে
তাদেরকে আমাদের এলাকায় নিয়ে আসতে হবে।যেমন ময়মনসিংহ,
জামালপুর, রংপুরসহ অন্যান্য এলাকথেকে আমাদের শ্রমিক আনার ব্যাবস্থা  করতে হবে।প্রধান মন্ত্রীর নির্দেশে কি ভাবে কৃষকেরধান দ্রুত ঘরে তোলা যায়।সে লক্ষ্যে আমি এলাকায় যারা ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ করে তাদের কে উদ্বুদ্ধ করেছি। আর ইতমধ্যে আমি দেখেছি তারা সম্মিলিত ভাবে  মাঠে নেমেছে, চেষ্টা করছে “কৃষকদের”সহযোগীতা করার জন্য ।তাই আমি এসেছি কৃষকদের সাথে কথা
বলার জন্য কিভাবে তাদের সমস্যা  সমাধান করা যায়।আর সে লক্ষ্যেই আমরা  কাজ শুরু করেছি।
পরে তিনি ইউনিয়নের প্রায় শতাধিক  কৃষকদের মাঝে বরবটি, ঢেরশ, ডাঁটা সহ বিভিন্ন জাতের বীজ বিতরণ করেন। পরে উপজেলা আ’লীগের প্রচার  সম্পাদক মোঃ মবিন খান উজ্জলের  বাড়ী সংলগ্ন বেলাই বিলের সংযোগ  কাউলিতা নামক বিলে মৃত মুকুল  মাস্টারের ধান কর্তন করেন কৃষকলীগ,যুবলীগ, ছাত্রলীগের নেত্রীবৃন্দ।তারপর  কর্তণকৃত ওই ধান মৃত মুকুল মাস্টারের পরিবারের কাছে হস্তান্তর  করেন।এ সময় উপস্থিত ছিলেন- কালীগঞ্জ  উপজেলা কৃষি কর্মকতা আবু নাদির  এস এ সিদ্দিকী, আতিরিক্ত কৃষি  কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলাআ’লীগের সাধারণ সম্পাদক এইচ.এমআবু বকর চৌধুরী, প্রচার সম্পাদক  মবিন খান উজ্জ্বল,জেলা কৃষকলীগেরসাধারণ সম্পাদক- মোঃ মনির হোসেন,উপজেলা কৃষক লীগের সাধারণ  সম্পাদক মোঃ আলমগীর হোসেন খান,উপজেলা আ’লীগের সদস্য-মাজেদুল ইসলাম সেলিম, ইউনিয়ন  আ’লীগের সাধারণ সম্পাদক- শ্যামল পাল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com