শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

ঘরে বসে রানা প্লাজার নিহত শ্রমিকদের শ্রদ্ধা জানানোর আহ্বান

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ২৬২ বার পঠিত

আনোয়ার হোসেন আন্নু, সাভার: করোনা ভাইরাসের দুর্যোগের  কারণে সাভারের রানা প্লাজা ধসে নিহত হওয়া শ্রমিকদের ঘরে বসে শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছেন সাভার-আশুলিয়া শ্রমিক সংগঠনের নেতারা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান তারা।
এ সময় শ্রমিক সংগঠনের নেতারা করোনা পরিস্থিতি জন্য তাদের সকল কর্মসূচি স্থগিত করেন। শুধু তাই নয়, তারা শ্রমিকদের সাভার রানা প্লাজার সামনে জড়ো না হওয়ার আহ্বানও জানান।
এ বিষয়ে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, করোনাভাইরাসের কারণে দেশ, জাতি ও শ্রমিকদের কল্যাণে রানা প্লাজার সকল কর্মসূচি স্থগিত ঘোষণা করেছি। যাতে করে সামাজিক দূরুত্ব বজায় থাকে।
বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন শ্রমিকদের উদ্দেশে বলেন, ঘরে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাহত শ্রমিকদের প্রতি আপনাদের সমবেদনা প্রকাশ করবেন। রানা প্লাজার স্মৃতিসম্ভ না যাওয়ার অনুরোধ করছি। পাশাপাশি রানা প্লাজার বর্ষপূর্তির সব ধরনের কর্মসূচি বাতিলেরও ঘোষণা দেন তিনি। জনপ্রতিনিধি ও প্রশাসনের আহ্বানের পাশাপাশি নিজেদের নৈতিক অবস্থান থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ বিষয়ে ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, এই পরিস্থিতি কোনো কর্মসূচি পালন করলে সামাজিক দূরুত্ব বজায় থাকবে না। এতে করে করোনা ছড়িয়ে পড়তে পারে। এই আহবানে সাভার-আশুলিয়ার ২৫টি শ্রমিক সংগঠন সাড়া দিয়ে তাদের সকল কর্মসূচি বাতিল করেছেন।
পরে রানা প্লাজা ও তাজরীনের হতাহত শ্রমিকদের পরিবারের জন্য শ্রমিক প্রতিনিধির হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ভবন ধসে এক হাজার ১৩৬ জন পোশাক শ্রমিক নিহত হন। আহত হন কয়েক হাজার শ্রমিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com