শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

বিএনপি জনমনে বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে: কাদের

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ২১৯ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক: করোনা প্রতিরোধে ‘জাতীয় টাস্কফোর্স’ বা ‘জাতীয় ঐক্য’ গড়ে তোলার কোনো প্রয়োজন নেই জানিয়ে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

করোনা প্রতিরোধে যেকোনো ধরনের পরামর্শ সরকার সাদরে গ্রহণ করবে জানিয়ে তিনি বলেন, ‘করোনা প্রতিরোধে জাতীয় টাস্কফোর্স বা জাতীয় ঐক্য গড়ে তোলার নামে বিএনপি অহেতুক বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে।’

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দেশের কেউ কেউ করোনা প্রতিরোধে জাতীয় টাস্কফোর্স গঠনের জন্য সরকারকে আহ্বান করেছেন। কিন্তু আজ সারা দুনিয়ায় করোনা প্রতিরোধে দলীয় বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তা গড়ে তোলার কোনো নজির কোথাও নেই। এ সময়ে যার যার দায়িত্ব সতর্কতার সঙ্গে পালন করাই দায়িত্বশীলতার পরিচয়।’

রাজনৈতিক দল হিসেবে প্রত্যেক দলেরই আজকে দায়িত্বশীল ভূমিকা রাখার প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ভালো পরামর্শ সরকারকে কোনো দল যদি দেয় তাহলে অবশ্যই সেই পরামর্শ সরকার সাদরে গ্রহণ করবে। করোনা প্রতিরোধে জাতীয় টাস্কফোর্স বা জাতীয় ঐক্যগড়ে তোলার নামে বিএনপি অহেতুক বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে।’

তিনি বলেন, ‘অদৃশ্য শত্রুকে মোকাবিলার জন্য আজকে যা যা দায়িত্ব পালন করা উচিত তার মধ্যে সবার স্বাস্থ্যবিধি মেনে চলাই প্রথম এবং প্রধান কর্তব্য’।

বক্তব্যের শুরুতে ওবায়দুল কাদের পবিত্র রমজান উপলক্ষে দেশের মানুষ ও মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com