আন্তর্জাতিক ডেস্ক : শুরু হলো মুসলমানদের সবচেয়ে পবিত্র মাস রমজান। কিন্তু তাদের ইবাদতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাস। লকডাউনের মধ্যে মুসলমানদের মসজিদে নামাজ আদায়ে বিধিনিষেধ জারি করেছে বিভিন্ন দেশের সরকার। তারপরও ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের এক মসজিদে নামাজ পড়তে শতাধিক মুসল্লির সমাগম হয়েছে।
করোনাভাইরাসের ভয় উপেক্ষা করে রমজানের প্রথম দিন মসজিদে হাজির হয়েছেন মুসল্লিরা। সামাজিক দূরত্বের কোনো বালাই ছিল না তাদের মধ্যে। বৃহস্পতিবার বাইতুররহমান গ্র্যান্ড মসজিদে তারাবির নামাজ পড়তে দেখা গেছে কাঁধে কাঁধ মিলিয়ে। অল্প কয়েকজনের মুখে ছিল মাস্ক।
নামাজ পড়তে আসাদের একজন সিতি রামাদান বলেছেন, ‘আমরা একসঙ্গে নামাজ পড়ছি আশা করি বিশ্বের ওপর রহমত বর্ষণ করবেন আল্লাহ এবং এই মহামারি শিগগিরই শেষ হবে। কারণ আমাদের বিশ্বাস, আমরা যদি একসঙ্গে নামাজ পড়ি (মসজিদে), আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন।’
ইন্দোনেশিয়ায় করোনা আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭৭৫ জন। মৃত্যু হয়েছে ৬৪৭ জনের।