তৌহিদ আহমেদ রেজা:লালমনিরহাটের পাটগ্রাম সরকারি কলেজের ১৮ জন বন্ধুর একটি সংগঠনের নাম সেল্ফলেস অরগানাইজেশান ওফ বাংলাদেশ। এরা সবাই এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। এই ১৮ জন বন্ধু মিলেই করেছেন একটি ব্যতিক্রমী কাজ। এরা সবাই তারা তাদের পকেট খরচের টাকা বাঁচিয়ে পাটগ্রাম উপজেলায় ৫০০ মাস্ক ও ৫০০ হ্যাডবিল মানুষের হাতে তাঁরা তুলে দিয়েছেন। ধুলা ও ধোঁয়া থেকে মানুষকে বাঁচাতে শিক্ষার্থীদের নেওয়া এমন উদ্যোগ লালমনিরহাট জেলায় প্রশংসা কুড়িয়েছে।
সোমবার (২২ মার্চ) সকাল নয়টা বাজতেই সবাই জড়ো হন পাটগ্রাম সরকারি কলেজ মাঠে। সেখান থেকে শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কে গিয়ে মানুষের হাতে হাতে বিনা মূল্যে মাস্ক ও হ্যাডবিল তুলে দেন। পরিশেষে পাটগ্রাম পৌর বাজারে মাস্ক বিতরণের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।
ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া এই ১৮ তরুণ হলেন, সংগঠনের সভাপতি লিখন, সম্পাদক জিহাদ, সদস্য স্বাধীন, নিবির, কবির, কাকন, মিজান, কৌশিক, লাদেন, জিম, শরিফ, উদয়, রুম্মান, তাওহিদ, আশিক, রিয়াদ, ইরফান, রিশু ও নোমান।