মাত্র ১৫ বছর বয়সেই কমনওয়েলথ গেমসে সোনা জিতে হইচই ফেলে দিয়েছিলেন আসিফ। তাঁর কাছে হেরে গিয়েছিলেন ভারতের নামী শুটার অভিনব বিন্দ্রা। করোনার এই সময়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যে তিনি নিলামে তুলতে চান তাঁর সেই গর্বের সোনার পদটি।
আসিফ তাঁর পাবনার বাড়ি থেকে গণমাধ্যমকে ফোনে বলেন, ‘করোনার এই সময়ে মানুষের পাশে দাঁড়াতে চাই। তাই সিদ্ধান্ত নিয়েছি ২০০২ ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসের সোনার পদকটি নিলামে তুলব। আশা করি এই উদ্যোগ থেকে অন্তত কিছু মানুষকে সহায়তা করতে পারব। যা এখন খুব দরকার।’
তিনি বলেন, পদকটি নিলামে তুলতে কিভাবে কি করা যায়, সেটির জন্য অভিজ্ঞদের সাহায্য চাইছেন আসিফ। তিনি বলেন, ‘আমি আসলে কিছুই জানি না কিভাবে কী করতে হবে। নিলামের জন্য কি করতে হবে সেটাও বুঝতেছি না । আমার আসলে একটা হেল্প দরকার, যাতে করে আমি আমার স্বর্ণ পদকটা নিলামে তুলতে পারি। আমি আশায় আছি একটু ভালোভাবে যদি নিলামে তোলা যায়, তাহলে হয়ত অর্থের পরিমাণ একটু বেশি পাবে। যেহেতু আমার দেশের মানুষের জন্যই এই উদ্যোগ, দেশের অসহায় মানুষের কাজে লাগলে নিজেকে ধন্য মনে করবো।’
দেশে ক্রিকেট ও ফুটবলের বাইরে এই প্রথম অন্য খেলার কেউ করোনা সহায়তায় নিজেদের প্রিয় কোনো জিনিস নিলাম করার উদ্যোগ নিলেন।