শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:১১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

ফিফা থেকে চার কোটি টাকা পাবে বাফুফে

  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ২২২ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক : মহামারি করোনার প্রভাবে অচল হয়ে পড়েছে বিশ্ব। মাঠে খেলাধুলা নেই। ক্লাব ও ফেডারেশনগুলোর আয়ের পথ বন্ধ। এমন অবস্থায় নিজেদের কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছে সবাই।

আর এই মুহূর্তে ফুটবলকে বাঁচাতে সাহায্যের হাত বাঁড়িয়ে দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।গত শুক্রবার ফিফার সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো ফিফার সদস্য দেশগুলোকে ১৫০ মিলিয়ন ইউএস ডলার অর্থ সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশি অর্থ মূল্যে যা ১ হাজার ২৭৫ কোটি টাকার সমান। ফিফার করোনার তহবিল থেকে অর্থ পাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। জানা গেছে, বাফুফের অ্যাকাউন্টে আসবে ফিফার পাঁচ লাখ ডলারের অনুদান। বাংলাদেশি অর্থ মূল্যে যা চার কোটি ২৫ লাখ টাকার মতো।

ফিফার সদস্যভুক্ত মোট ২১১ সদস্যকে এ সহায়তা সমানভাবে ভাগ করে দেওয়া হবে। এই সহায়তার পাশাপাশি ফরোয়ার্ড ২.০ ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় অন্যান্য সুবিধা পাবে বাফুফে। ফিফা থেকে অর্থ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি বলেছেন,‘ফিফা সদস্যভুক্ত দেশগুলোর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এটি অবশ্যই সদস্যভুক্ত দেশগুলোর জন্য ইতিবাচক পদক্ষেপ। আমরা ফিফার একটি ই-মেইল পেয়েছি। সেখানে অর্থ সংশ্লিষ্ট বিষয়টি উল্লেখ আছে। আশা করছি খুব শিগগিরিই আমরা আনুষ্ঠানিক বার্তা পেয়ে যাবো।’

ফিফা থেকে প্রাপ্ত অর্থ কোন খাতে ব্যয় করা হবে তা এখনও নিশ্চিত নন আবু নাঈম। এরকম কোনো গাইডলাইন এখনও ফিফা থেকে আসেনি।ফিফার আনুষ্ঠানিক বার্তায় এমন কোনো গাইডলাইন দেওয়া হতে পারে বলে তাঁর ধারনা। যদি এরকম কোনো গাইডলাইন না থাকে তাহলে নির্দিষ্ট পরিকল্পনা করে দীর্ঘ সময়ের জন্য ফুটবলের পেছনে এ অর্থ ব্যয় করা হবে বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক।

আপাতত খেলা নিয়ে কোনো চিন্তা নেই বাফুফের। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর খেলোয়াড়দের স্বাস্থ্যঝুঁকি বিষয়টি মাথায় রেখে খেলা শুরুর ইচ্ছা দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com