নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) খুব দ্রুতই করোনা শনাক্তকরণ পরীক্ষা শুরু করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। সোমবার (২৭ এপ্রিল) নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে তিনি এ তথ্য জানান।
নাসিমা সুলতানা বলেন, ‘আমরা আটটি পিসিআর মেশিনের মাধ্যমে নমুনা পরীক্ষা করে থাকি। আমরা প্রতিদিনই চেষ্টা করে থাকি আমাদের ল্যাবরেটরির সংখ্যা বাড়াতে। আমি এখানে বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে, যারা আমাদের সহযোগিতা করছেন। দুটি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে নিজেরাই পরীক্ষা শুরু করেছেন এবং ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ মেডিক্যাল কলেজকে শুরু থেকেই তাদের বিশেষজ্ঞ দিয়ে সহায়তা করেছেন। অতি সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তাদের একটি পিসিআর মেশিন মেডিক্যাল কলেজকে হস্তান্তর করেছে, যাতে তারা আরও বেশি নমুনা পরীক্ষা করতে পারে। ঢাবিতে খুব দ্রুত সময়ে তাদের পরীক্ষার কাজ শুরু করবেন এবং আমাদের নমুনা পরীক্ষার কাজে সহায়তা করবেন।’