নিজস্ব প্রতিবেদক : করোনায় আক্রান্ত হয়ে একজন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে ২৮ (এপ্রিল) কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় হঠাৎ করে শারিরীক অবস্থা খারাপ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ১০টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে মৃত্যুর বিষয়টি পুলিশ সদর দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে।
মারা যাওয়া ওই কনস্টেবলের নাম জসিম উদ্দিন (৪০)। বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে। তিনি স্ত্রী, দুই মেয়ে এক ছেলে রেখে গেছেন। জসিম উদ্দিন ওয়ারী পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। ওয়ারী ফাঁড়িতে দায়িত্ব পালনের সময় তিনি করোনায় আক্রান্ত হন।
পুলিশ সদর দপ্তর জানানো হয়, জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে কনস্টেবল জসিম উদ্দিনের মৃত্যুতে বাংলাদেশ পুলিশ গভীরভাবে শোকাহত। একই সাথে দেশমাতৃকার সেবায় তার এমন আত্মত্যাগে পুলিশ গর্বিত। তাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাবে বাংলাদেশ পুলিশ।