আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গিনি বিসাউয়ের প্রধানমন্ত্রী নুনো গোমেজ না বিয়াম। বৃহস্পতিবার জনস্বাস্থ্যমন্ত্রী আন্তোনিও দেউনা জাতীয় টেলিভিশনে এক ঘোষণায় এ খবর জানান। চীনা বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
কমিউনিটি ট্রান্সমিশনের কারণে প্রধানমন্ত্রী সংক্রমণের শিকার হয়েছেন জানান দেউনা। সরকারের প্রথম ব্যক্তি হিসেবে কোভিড-১৯ রোগে আক্রান্ত হলেন বিয়াম। আরো তিন মন্ত্রীর করোনা শনাক্তের খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
গত শনিবার করোনায় প্রথম মৃত্যু হলে দেশজুড়ে ১১ মে পর্যন্ত জরুরি অবস্থার সময় বাড়ানো হয়। আগের দিন একাধিক মন্ত্রী ও সরকারি কর্মকর্তার করোনা পরীক্ষা করা হয়। গিনি বিসাউয়ে এখন পর্যন্ত ২০৫ জন করোনায় আক্রান্ত হয়েছে, সেরে উঠেছে ১৯ জন। মৃত্যু ওই একটিই।