রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৯:১৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

কোভিড-১৯ পরীক্ষার অনুমোদন পাচ্ছে আরও ৪ হাসপাতাল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ১৮৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেছেন, আমরা পরীক্ষার পরিধি বাড়িয়েছি। ২৯টি ল্যাব থেকে রিপোর্ট পেয়েছি। নতুন করে কুমিল্লা মেডিকেল কলেজ, এভারকেয়ার হাসপাতাল লিমিটেড (সাবেক অ্যাপোলো) ও সেন্ট্রাল পুলিশ হাসপাতালের ফলাফল যুক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে একথা জানান তিনি।

তিনি বলেন, ঢাকার মধ্যে ল্যাবএইড হাসপাতাল, ইবনে সিনা হাসপাতাল এবং ঢাকার বাইরে তাহেরুন্নেসা মেডিক্যাল কলেজ হাসপাতাল, হেদায়েতুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল- এই চারটি বেসরকারি হাসপাতাল কোভিড-১৯ পরীক্ষার আবেদন করেছে। আবেদনগুলো বিবেচনাধীন। আজ অথবা কালকের মধ্যে পূর্বের শর্তে তাদের অনুমোদন দেওয়া হবে। অন্যান্য বেসরকারি হাসপাতালগুলো আমাদের নীতিমালা মেনে আবেদন করলে আমরা তা শর্ত সাপেক্ষে অনুমোদন দেবো।

করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় (৩০ এপ্রিল) আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ১৬৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া একই সময়ে নতুন করে আরও ৫৬৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। ফলে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৬৬৭ জনে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com