আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের করোনা আক্রান্তের খবরে ব্যথিত ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদি। এক টুইটার বার্তায় তার সুস্থতা কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী।
গতকাল বৃহস্পতিবার করোনা টেস্টে পজিটিভ হন মিশুস্তিন। তার সংস্পর্শে এসে সহকর্মীরাও যেন আক্রান্ত না হোন, সেজন্য সেল্ফ আইসোলেশনে যাওয়ার কথা জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। উপ প্রধানমন্ত্রী আন্দ্রে বেলুশোভকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়ার অনুরোধ করেন মিশুস্তিন। তাতে ইতিবাচক সাড়া দেন রাশিয়ার রাষ্ট্রপ্রধান।
করোনায় আক্রান্ত হলেও মিশুস্তিনকে সাহস দিয়েছেন পুতিন। আইসোলেশনে থাকলেও সরকারি কার্যক্রমে প্রধানমন্ত্রীকে পাশে পাওয়ার আশা রাষ্ট্রপতির। এবার সুদূর ভারতের প্রধানমন্ত্রীর কাছ থেকেও উজ্জীবিত থাকার মন্ত্র শুনতে পেলেন মিশুস্তিন।
আজ শুক্রবার সকালে এক টুইটে মোদি লিখেছেন, ‘রাশিয়ান প্রধানমন্ত্রী মিশুস্তিনের দ্রুত সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করছি। কোভিড-১৯ মহামারিকে হারানোর লড়াইয়ে আমরা আমাদের কাছের বন্ধু রাশিয়ার পাশে আছি।’
ক্রেমলিন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় রেকর্ড ৭ হাজার ৯৯ জন কোভিড-১৯ এ আক্রান্ত। মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে, মৃতের সংখ্যা ১ হাজার ৭৩।