নিউজ ডেস্ক: বৈশ্বিক মহামারী কোভিড-১৯ পরিস্থিতিতে সব ধরনের নিয়োগ কার্যক্রম স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগ প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মানবসম্পদ উপবিভাগ এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
এতে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের বিভিন্ন পদে চাকরির আবেদনকারীদের জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত কর্তৃপক্ষের নির্দেশক্রমে সব ধরনের নিয়োগ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। নিয়োগসংক্রান্ত কোনো সিদ্ধান্ত পরবর্তী সময় গৃহীত হলে তা যথাসময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিমান বাংলদেশ এয়ারলাইনসে চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও), ফ্লাইট স্টুয়ার্ড/স্টুয়ার্ডস পদের নিয়োগ প্রক্রিয়া চলমান ছিল।
করোনা পরিস্থিতিতে ফ্লাইট স্থগিত করেছে বিমান। বেশ কয়েক দিন ধরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। এবার নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হলো।