সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৬:৩০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

ভারতের সঙ্গে ৪ রেলরুট চালু হবে: বাণিজ্যমন্ত্রী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ২৫৮ বার পঠিত

অর্থনৈতিক প্রতিবেদক : ভারতের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ, দ্রুত ও সহজ করার লক্ষ্যে আরো ৪টি রেলরুট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগির এ রুটগুলো চালু হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ বিষয়ে আগামী রোববার আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে।

বৃহস্পতিবার (৭ মে) করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত পদক্ষেপ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, বেনাপোল বন্দর দিয়ে পণ্য আনা নেওয়া বন্ধ থাকায় সরকার রেলের মাধ্যমে পণ্য আনতে চাচ্ছে। এজন্য চারটি রুটে রেলের কার্গো চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। এ বিষয়ে আগামী রোববার আন্তঃমন্ত্রণালয় চূড়ান্ত বৈঠক হবে। ইতোমধ্যে ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরবরাহ চেইন ঠিক রাখতে ভারতের সঙ্গে রেলওয়ের চারটি রুট ঠিক করা হয়েছে। এগুলো হচ্ছে—হিলি, দর্শনা, বিরল ও রাধিকাপুর। বেনাপোলসহ অন্যান্য ল্যান্ড পোর্টগুলো খোলা হয়েছিল। কিন্তু স্থানীয় রাজনীতির কারণে বন্ধ হয়ে গেছে গত তিন চারদিন ধরে। তবে সরকারিভাবে কোনও বাধা নেই।

টিপু মুনশি বলেন, বেনাপোল বন্ধ হলেও আসাম ও ত্রিপুরা স্থলবন্দর চালু রয়েছে। ভারতের হাইকমিশনারের সঙ্গে কথা হয়েছে চেংড়াবান্ধা ও বাংলাবান্ধা স্থলবন্দর সচল রাখার জন্য। প্রায় ২২০০ ওপরে মালবাহী ট্রাক পড়ে আছে বেনাপোলের ওপার (ভারতে) । আমাদের এখানেও প্রায় ২০০ ট্রাক পড়ে আছে। তবে যদি ট্রেন চালু করা যায়, তাহলে আশা করছি আগের অবস্থার চেয়ে আমরা উন্নত করতে পারবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com