নিজস্ব প্রিতবেদক: ঝালকাঠির নলছিটির দপদপিয়া ইউনিয়নে ভরতকাঠী গ্রামে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের (হাসপাতাল) কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। করোনাভাইরাসের মহামারির কারণে সারা দেশে সরকার লকডাউন ঘোষণা করলেও গত এক মাসে ঠিকাদার প্রতিষ্ঠান অতিরিক্ত লোকবল নিয়ে জেলা স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তাদের না জানিয়ে লোকচক্ষুর আড়ালে ঠিকাদার প্রতিষ্ঠান এমসিএসবি ট্রেডার্স (জেভি) কাজ চালিয়ে নেয়।
শিশু কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, তিনতলা বিশিষ্ট হাসপাতালটির প্রতিটি ছাদের পুরুত্ব সাত ইঞ্চি হওয়ার বিধি হলেও করা হয়েছে সাড়ে তিন ইঞ্চি এবং হাসপাতালটির চারপাশের দেয়ালের পশ্চিম পাশের অংশ নির্মাণের আগেই ভেঙ্গে পড়েছে। ছাদ ও পিলারের ভিতরের রড বেরিয়ে আছে যা সাধারণভাবে প্লাস্টার করে ঢেকে রাখার চেষ্টা করা হয়েছে। নির্মাণ কাজে নিম্ন মানের ইট ও বালু ব্যবহার করা হয়েছে। সোমবার কাজ চলমান অবস্থায় সরেজমিনে গেলে সাংবাদিকদের প্রতিষ্ঠানের ভিতরে যেতে বাধা প্রদান করেন ঠিকাদার প্রতিষ্ঠানের এক কর্মী।
প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সাথে জড়িত দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসাইন বাবুল মৃধা। হাসপাতাল নির্মাণের সকল কাজ ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষে তিনি নিজেই তত্বাবধান করছেন। নির্মাণ কাজে ব্যবহৃত সাইনবোর্ডেও তার নাম রয়েছে যদিও একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি কোন লাভজনক প্রতিষ্ঠানে পরিচালনার সাথে থাকতে পারেন না। শিশু কেন্দ্রটি ৪ কোটি ৭৭ লাখ ৭৪ হাজার ৩২৯ টাকায় ঠিকাদার প্রতিষ্ঠানকে ২০ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে বরাদ্ধ দেওয়া হয়।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারকে বিষয়টি অবহিত করলে, করোনাভাইরাসের লকডাউনের মধ্যে শিশু কেন্দ্রটির নির্মাণ কাজের বিষয়টি অবহিত নন বলে জানিয়েছেন। তবে কাজ বন্ধ করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাংবাদিকদের জানান।
এ বিষয়ে ঝালকাঠী জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক মো. কামাল হোসেন বলেন, ঠিাকাদারী প্রতিষ্ঠানের তত্বাবধায়কের সাথে কথা হয়েছে তিনি জানিয়েছেন ছাদ ভেঙ্গে পুনরায় ছাদের ঢালাইয়ের কাজ করে দেবেন। এছাড়া সংশ্লিষ্ট দপ্তরের প্রকৌশলীকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
অভিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের তত্বাবধাকের দায়িত্বে থাকা দপদপিয় উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধাকে একাধিকার ফোন দিয়েও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।