সৌদি আরবে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। নতুন জারি করা আইনে একসঙ্গে ৫ জনের বেশি জড়ো হতে পারবে না বলেও জানানো হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিধিনিষেধ আরোপ করে। খবর আল আরাবিয়াহ
এতে বলা হয়েছে, একাধিক পরিবার ও একই পরিবারের সদস্য নয় এমন ব্যক্তিদের সমবেত হওয়া নিষিদ্ধ।
মন্ত্রণালয় থেকে জারি করা নতুন বিধিতে অনুযায়ী, কোনো ব্যক্তির মলে বা খুচরা দোকানে জমায়েত হওয়ার অনুমতি নেই। এছাড়া যারা একসঙ্গে বাস করেন না, তাদের একসঙ্গে জড়ো হওয়ার ওপরেও নিষেধাজ্ঞা রয়েছে।
জনসাধারণকে এই নতুন বিধিগুলো মানাতে ও সামাজিক দূরত্ব নিশ্চিতের চেষ্টায় নতুন একটি পুলিশের ইউনিট কাজ করবে বলেও জানানো হয়েছে।
সৌদি আরবে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৩ হাজার ৭৩১ জনের মৃত্যু হয়েছে। আর এতে আক্রান্ত হয়ে ২১৯ জনের মৃত্যু হয়েছে।