ক্রীড়া ডেস্ক : টটেনহ্যাম হটস্পারের কোরিয়ান তারকা ফুটবলার সন হিউং মিন নিজ দেশে তিন সপ্তাহের একটা মিলিটারি ট্রেনিং নিয়েছেন। যেখানে ১৫৭ জন ট্রেনির মধ্যে সেরা পারফরমারের খেতাব জিতেছেন এই তারকা ফুটবলার।
দক্ষিণ কোরিয়ার নিয়মানুসারে প্রত্যেক যোগ্য মানুষকে ন্যূনতম দুই বছরের জন্য মিলিটারি সেবা দিতে হবে। তবে কোন অ্যাথলেট যদি এশিয়ান গেমসে স্বর্ণ বা অলিম্পিক জিতে তবে তাঁর ক্ষেত্রে ছাড় রয়েছে।
সন হিউং মিন যেহেতু ২০১৮ সালের এশিয়ান গেমসে দলগতভাবে স্বর্ণপদক জিতেছে। তাই ছাড় পাচ্ছেন তিনি। আগামী ৩৪ মাসের মধ্যে দেশকে সর্বমোট ৫৪৪ ঘন্টা সার্ভিস দিতে হবে এই কোরিয়ান তারকা ফুটবলারের।
দেশটির সংবাদ এজেন্সি ইয়োনাপ মেরিন অফিসারের উদ্ধৃতি দিয়ে বলেছে, ‘সন হিউং মিন পিলসাং পুরস্কার জিতেছেন। যা কিনা সেরা পাঁচ পারফরমারদের দেওয়া হয়।’ এছাড়া ওই অফিসার আরও যোগ করেন, ‘প্রতিটি ধাপ এখানে সততা ও শক্তভাবে পরিচালনা করা হয়। সনের মিলিটারি অফিসার জানিয়েছে সে সবগুলো ধাপ সততার সাথে অতিক্রম করেছে।’
এই সময় সনকে টিয়ার গ্যাসের সম্মুখীন হতে হয়েছে। এছাড়াও অস্ত্র পরিচালনা ও পাহাড় বেয়ে ওঠার মতো কাজ করতে হয়েছে।
এখানে ট্রেনি হিসেবে যোগ দেওয়ার আগে সন হিউং মিন নিজ ক্লাব টটেনহ্যাম থেকে উড়ে এসে সিউলে দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে ছিলেন। ১৬ ফেব্রুয়ারি অ্যাস্টন ভিলার বিপক্ষে খেলার সময়ে পায়ে ফ্র্যাকচার হওয়াতে টটেনহ্যামের হয়ে আর মাঠে নামা হয়নি সন হিউং মিনের।