রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৩৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

মালদ্বীপকে করোনা মোকাবিলায় চিকিৎসা সামগ্রী দিলো বাংলাদেশ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ১৭৫ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : করোনা পরিস্থিতি মোকাবিলার প্রতিবেশী দেশ মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শুভেচ্ছা উপহার হিসেবে জরুরি ওষুধ ও চিকিৎসা নিরাপত্তা সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার (১৮ মে) দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ‌্যাডমিরাল নাজমুল হাসান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের কাছে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী হস্তান্তর করেন।

মালদ্বীপে কর্মরত বাংলাদেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় নৌবাহিনী প্রধান অ‌্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর প্রত্যক্ষ দিক নির্দেশনায় নৌবাহিনীর পক্ষ থেকে এসব জরুরি ওষুধ ও চিকিৎসা নিরাপত্তা সামগ্রী দেওয়া হয়। যার মধ্যে রয়েছে ৮০০ পিস ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই), ১০০০ পিস এন-৯৫ মাস্ক, ১০০০ পিস সার্জিকাল মাস্ক, ২০০০ পিস হ্যান্ড গ্লাভস, ২০০ পিস নিরাপত্তা চশমা ও ১০টি আই আর থার্মোমিটার এবং ২০ কার্টন (১০০ কেজি) জরুরি ওষুধ সামগ্রী।

নৌবাহিনীর পক্ষ থেকে এসব ওষুধ, চিকিৎসা নিরাপত্তা ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মালদ্বীপে পৌঁছে দিতে বিমানবাহিনীর একটি সি-১৩০বি পরিবহন বিমান গত ১৬ মে (শনিবার) মালদ্বীপের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com