নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় আম্ফানে উপকূলীয় জেলাসহ অন্যান্য জেলায় ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া ও পুনর্বাসনের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
আজ বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জোটের কেন্দ্রীয় নেতারা এ দাবি জানান। নেতারা হলেন—বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ এবং কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক শাহ আলম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী।
বিবৃতিতে তারা বলেন, উপকূলীয় জেলায় জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে মাছের ঘের, বোরো ধান, আমন চাষের জমিতে লোনা পানি ঢুকে ক্ষতি হয়েছে। ঘর-বাড়ি, গাছাপালা, রাস্তাঘাট, গবাদিপশুর ক্ষতি হয়েছে। সাতক্ষীরা ও রাজশাহী অঞ্চলে আমের ব্যাপক ক্ষতি হয়েছে। নিরপেক্ষভাবে এসব ক্ষয়ক্ষতি নির্ধারণ করে দলমত নির্বিশেষে সবাইকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া ও পুনর্বাসনের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। একই সাথে রাস্তাঘাট ও বাঁধ জরুরি ভিত্তিতে মেরামত করার জন্যও সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।