মাগুড়া প্রতিনিধি: করোনা ঝুকিতে সারাদেশের মতো মাগরায় ১৫ শতাধিক মসজিদে শান্তিপূর্ন ভাবে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্টিত হয়েছে। শহরের কেন্দ্রীয় জামে মসজিদ, পারলা মধ্যপাড়া ও দোয়ারপাড় মসজিদসহ জেলার বিভিন্ন গ্রামে ঈদ জামাত শেষে করোনা মুক্তিতে বিশেষ মোনাজাত করা হয়।
তবে শ্রীপুর উপজেলার শলই ও খদ্দরো গ্রামে জামাত শেষে টাকা তোলার সুত্র ধরে অত্র এলাকার বিবাদমান আবু বকর এবং নুরুল মোল্ল্যার সর্মথকদের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। এ সময় দুটি গ্রামের অন্তত অর্ধশতাধিক বাড়ীঘর ভাংচুর করা হয়েছে।