অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: দেশে রেকর্ড ১২ হাজার ৫৩৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। মঙ্গলবার (২১ মে) রাত ৯টায় বিদ্যুৎ উৎপাদনের নতুন এ রেকর্ড হয়। এ জন্য সর্বোচ্চ পরিমাণ গ্যাস সরবরাহ করতে হয়েছে এবং একইসঙ্গে তেলচালিত সব কেন্দ্র চালু রাখতে হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি’র পরিচালক ( জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী এসব তথ্য জানান।
পিডিবি জানায়, মঙ্গলবার রাতে দেশে যত মেগাওয়াট বিদ্যুতের চাহিদা ছিল, তত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এ জন্য কোথাও কোনও লোডশেডিং হয়নি।
উল্লেখ্য, এর আগে সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয় গত ৭ মে। ওইদিন দেশে ১২ হাজার ২১৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।