অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ রুখতে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি নিয়ম-নীতিও তৈরি করেছে রোমানিয়া। তার মধ্যে অন্যতম মাস্ক পরিধান করা। পাশাপাশি প্রকাশ্যে ধূমপান করাও নিয়ম বহির্ভূত।
গেল ২৫ মে এ দুটোই অমান্য করেছেন প্রধানমন্ত্রী লুদোভিচ অর্বান। সে কারণে তাকে ৬৯০ ডলার তথা প্রায় ৫৯ হাজার টাকা জরিমানা গুণতে হয়েছে। এমনই খবর প্রকাশ করেছে রোমানিয়ার নিউজ এজেন্সি আজেরপ্রেস।
সম্প্রতি একটি ছবি ভাইরাল হয় প্রধানমন্ত্রীর। সেখানে দেখা যায় নিজ কার্যালয়ে মাস্ক না পরে বসে আছেন তিনি। তার সামনে বসে আছেন মন্ত্রী পরিষদের বেশ কয়েকজন সদস্য। কেউ-ই মাস্ক পরেননি। তারা সবাই নিজ নিজ মাস্ক খুলে টেবিলে রেখে দিয়েছিলেন। পাশাপাশি সেখানে প্রকাশ্যে ধূমপান করছিলেন অর্বান।
এরপর শুরু হয় ব্যাপক সমালোচনা। পরবর্তী এক বিবৃতিতে অর্বান জানিয়েছেন যে তার ৫৭তম জন্মদিন উপলক্ষ্যে মন্ত্রী পরিষদের সদস্যরা দেখা করতে এসেছিলেন।
বিবৃতিতে আরো লিখেছেন, প্রধানমন্ত্রী জানেন যে দেশের সকল নাগরিকের আইন মানতে হবে। সেটা পদ-পদবি নির্বিশেষে। যদি আইন ভাঙা হয়, তাহলে তাকে অবশ্যই জরিমানা দিতে হবে। আমিও এর উর্ধ্বে নই।’
শনিবার (৩০ মে) তিনি জরিমানা দিয়েছেন।
করোনাভাইরাসে রোমানিয়ায় ১৯ হাজার ১৩৩ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ১ হাজার ২৫৯ জন। সেরে উঠেছে ১৩ হাজার ৪৬ জন।