ক্রীড়া প্রতিবেদক : মহামারি করোনাভাইরাসের মধ্যে সম্প্রতি আঘাত হানে ঘূর্ণিঝড় আম্ফান। এতে উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। দুস্থ, হত দরিদ্র ও অসহায় মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সেসব মানুষের বিধ্বস্ত ঘরবাড়ি গুলো পুনর্নির্মাণের সাহায্যে এগিয়ে এসেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বেসরকারি সংস্থা ফুট স্টেপের মাধ্যমে তামিম, মুশফিক, মাশরাফি ও মাহমুদউল্লাহরা এ সাহায্য করছেন। ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত দেশের দুস্থ, গরিব, অসহায়, ছিন্নমূল ও কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক মূল্যবোধের এক অনন্য দৃষ্টান্ত দেখালেন ক্রিকেটাররা।
জাতীয় দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফুটস্টেপ বলছে, ‘ঘূর্ণিঝড় আম্ফান দ্বারা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিধ্বস্ত বাড়িগুলো পুনর্নির্মাণে সাহায্যের হাত এগিয়ে দেওয়াতে আমরা সত্যিই কৃতজ্ঞ ও উচ্ছ্বসিত। তাদের সহায়তায়, অনেক পরিবারেরই আর নিরাপদ আশ্রয় ছাড়া ঘুমানোর চিন্তা করতে হবে না। অসংখ্য ধন্যবাদ টাইগারদের। আম্ফান দ্বারা ক্ষতিগ্রস্তদের জীবিকা পুনরুদ্ধারে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।’