নিজস্ব প্রতিবেদক: সীমিতসংখ্যক সাংসদকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আগামীকাল সোমবার মন্ত্রিসভার বিশেষ বৈঠক সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত হবে। বৈঠকটি দুপুর ১২টার সময় শুরু হওয়ার কথা রয়েছে।
এই বৈঠকে আগামী ২০২০-২১ সালের বাজেট নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
আজ রবিবার মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বারিক গণমাধ্যমে এই তথ্য জানিয়েছেন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র বলছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের ৪৭ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী থাকলেও সোমবারের বৈঠকে ১১ মন্ত্রীকে ডাকা হয়েছে। এছাড়া মন্ত্রিপরিষদ সচিবসহ ১০ সিনিয়র সচিব ও সচিব উপস্থিত থাকবেন।
করোনাভাইরাসের বিস্তার রোধে দেশে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণার পর গত ৬ এপ্রিল মন্ত্রিসভার বৈঠক হয়েছিল। এরপর গত ৭ মে গণভবনে সীমিত পরিসরে মন্ত্রিসভার বৈঠক হয়। সেই বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও সংশ্লিষ্ট মাত্র তিনজন মন্ত্রী অংশ নেয়।