নিউজ ডেস্ক: কুয়েতের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হাতে আটক হয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল। তিনি কাজী পাপুল হিসাবেই বেশি পরিচিত।
কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম জানিয়েছেন, কাজী পাপুলকে আটক করা হয়েছে বলে আমরা শুনেছি। তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে কি না বা যে অভিযোগের কথা বলা হচ্ছিলো এ বিষয়ে মামলা রয়েছে কি না সেসব বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি।
দূতাবাস থেকে এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে দূতাবাসের অপর এক সূত্র জানিয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর মানবপাচার ও অর্থপাচারের অভিযোগে ১০০ জনেরও বেশি ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের গ্রেপ্তার করেছে দেশটির গোয়েন্দা বিভাগ। বাংলাদেশের সংসদ সদস্য কাজী পাপুলের নামও এই তালিকায় ছিল। মার্চ মাসের শেষ দিক থেকে কুয়েতেই অবস্থান করছেন তিনি।