নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় লকডাউন কার্যকর ও সঠিকভাবে বাস্তবায়ন করতে সমন্বয় সভা ডেকেছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার (১৬ জুন) দুপুর আড়াইটায় এ সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।
সোমবার (১৫ জুন) সন্ধ্যায় তিনি জানান, করপোরেশন এলাকায় লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার দুপুর আড়াইটায় ডিএসসিসিতে সমন্বয় সভা আহ্বান করা হয়েছে। সভায় মেয়র সভাপতিত্ব করবেন।
সূত্র জানিয়েছে, সমন্বয় সভায় দায়িত্ব বণ্টন, কীভাবে কার্যকর লকডাউন করা যায় সে বিষয়ে আলোচনা করা হবে।