নিজস্ব প্রতিবেদক: জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ করেছেন দলটির দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন। সোমবার (১৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাজ্জাদ বলেন, ফেসবুক ও কিছু অনলাইনে হাসানুল হক ইনু করোনা আক্রান্ত বলে গুজব ছড়িয়ে তার মৃত্য কামনা করে একদল লোক রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছে।
আমরা এ ধরনের জঘন্য ও বিকৃত রাজনৈতিক মানসিকতাকে ধিক্কার জানাই।
তিনি আরও বলেন, হাসানুল হক ইনু মাস্ক পড়ে ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিনই নিয়মিতভাবে সীমিত আকারে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। তিনি গত ১০ ও ১১ জুন দুই দিন সংসদ অধিবেশনেও যোগ দিয়েছেন।