আন্তর্জাতিক ডেস্ক : হন্ডুরাসের প্রেসিডেন্ট হুয়ান ওরলান্দো হার্নান্দেসকে হাসপাতালে ভর্তি করা হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স সরকারি মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, কোভিড-১৯ টেস্টে পজিটিভ হওয়ার পর হাসপাতালে নিউমোনিয়ার চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে।
হন্ডুরাসের স্বাস্থ্য সংস্থা সিনাগেরের মুখপাত্র ফ্রাঙ্কিস কোন্ত্রেরাস বলেছেন, সামরিক হাসপাতালে বিশেষ চিকিৎসা দেওয়া হচ্ছে হার্নান্দেসকে। স্যালাইনের মাধ্যমে ধমনী দিয়ে ওষুধ দেওয়া হচ্ছে তাকে। তার শরীরের অবস্থা এখন ভালো।
সামরিক হাসপাতালের বাইরে কোন্ত্রেরাস জানান, এক্স-রেতে হার্নান্দেসের ফুসফুসের সমস্যা চিহ্নিত করা হয়েছে। হন্ডুরাসের ৫১ বছর বয়সী প্রেসিডেন্ট সস্ত্রীক করোনায় আক্রান্ত বলে জানা গেছে। কোন্ত্রেরাসও নিশ্চিত করলেন হার্নান্দেসের স্ত্রী আনা গার্সিয়ার করোনা পজিটিভ হওয়ার খবর। এছাড়া প্রেসিডেন্টের দুজন ঘনিষ্ঠ সহচরও করোনায় আক্রান্ত, যদিও তাদের মধ্যে রোগের কোনো লক্ষণ দেখা দেয়নি।
হন্ডুরাসে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২৯৯ জন। মারা গেছেন ৩৩৬ জন।