নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সোসাইটি অব নিউরো সার্জনসের দ্বি-বার্ষিক নির্বাচনে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
২৫ জুন অনুষ্ঠিতব্য এ নির্বাচনে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সমর্থিত কোনো চিকিৎসক অংশ নিচ্ছেন না বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা জানান, এ পদে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া চারবার দায়িত্ব পালন করেছেন। বর্তমান কমিটির আগের পর পর দুই কমিটিতে তিনি সভাপতি ছিলেন।
সভাপতি পদে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন একই বিশ্ববিদ্যালয়ের নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন।
জেনারেল সেক্রেটারি পদে অধ্যাপক ডা. অসিত চন্দ্র সরকার এবং জয়নুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
যুগ্ম-সম্পাদক পদে ডা. রফিকুল ইসলাম এবং ডা. রেজাউল আমিন, প্রেস অ্যান্ড পাবলিকেশন পদে ডা. মোহাম্মদ শাহনেওয়াজ বারী এবং ডা. উজ্জ্বল কুমার সাধু প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চারটি পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।