বিশেষ প্রতিবেদক : বাংলাদেশের প্রথম বাঁহাতি স্পিনার রাম চাঁদ গোয়ালার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
শুক্রবার (১৯ জুন) এক শোক বার্তায় অর্থমন্ত্রী বলেন, ‘দেশের ক্রিকেট ইতিহাসে রাম চাঁদ গোয়ালার নাম স্মরণীয় হয়ে থাকবে।’
অর্থমন্ত্রী রাম চাঁদ গোয়ালার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
এদিকে রাম চাঁদ গোয়ালার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
প্রতিমন্ত্রী এক শোকবার্তায় বলেন, দেশের ক্রিকেট ইতিহাসে রাম চাঁদ গোয়ালার নাম স্মরণীয় হয়ে থাকবে। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। শুক্রবার সকালে ময়মনসিংহের ব্রাহ্মপল্লীস্থ নিজ বাসভবনে মারা যান রাম চাঁদ গোয়ালা।