আদালত প্রতিবেদক: রাজধানীর দক্ষিণখানে ব্যবসায়ী হেলাল উদ্দীন হত্যা মামলার মূল আসামি চার্লস রুপম দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম আসামির জবানবন্দি গ্রহণ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখার (জিআর) সূত্র তথ্য জানিয়েছে।
জানা যায়,দক্ষিণখান থানায় দায়ের করা এ মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আবু সাঈদ মঙ্গলবার আসামি রুপমকে আদালতে হাজির করেন। আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা গ্রহণ করার জন্য তিনি আদালত বরাবর আবেদন করেন। এরপর বিচারক জবানবন্দি গ্রহণের পর আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত সোমবার (২২ জুন) ঢাকার ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ আসামি রুপমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত রবিবার (২১ জুন) রাতে হেলাল হত্যার মূল পরিকল্পনাকারী চার্লস রুপমকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
পুলিশ জানায়, হেলাল উদ্দীন ‘নগদ’ ও মোবাইল রিচার্জের ব্যবসা করতেন। তার কাছে সবসময় নগদ টাকা থাকতো। ওই টাকা হাতিয়ে নেওয়ার জন্য প্রতিবেশী চার্লস রুপম ও তার স্ত্রী শাহিনা বেগম মিলে তাকে খুন করে। ঘটনার দিন রুপম একটি ফটোকপি মেশিন বিক্রির কথা বলে হেলাল উদ্দীনকে তার বাসায় নেয়। এরপর চায়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে ওই রাতেই লাশ তিন টুকরো করে বস্তায় ভরে তিন জায়গায় ফেলে দেওয়া হয়।