এই রেকর্ড গড়ার পথে ডি গিয়া ওল্ড ট্রাফোর্ডের সাবেক গোলরক্ষক পিটার স্মাইকেলকে টপকে গেছেন। ম্যানইউয়ের বিদেশি গোলরক্ষকদের মাঝে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯৮ ম্যাচে গোলপোস্টের নিচে দাঁড়িয়েছেন স্মাইকেল।
রেকর্ড গড়ার পর ডি গিয়া সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি ইউনাইটেডের হয়ে এতগুলো ম্যাচ খেলতে পেরে আনন্দিত। ৪০০তম ম্যাচে খেলা নিঃসন্দেহে দারুণ বিষয়।
অবশ্য ইউনাইটেডের হয়ে গোলকিপার হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড থেকে এখনো অনেক দূরে আছেন ডি গিয়া। এই রেকর্ডটি এখনো অটুট রেখেছেন অ্যালেক্স স্টিফেনি। সাবেক এই ইংলিশ গোলরক্ষক রেড ডেভিলদের গোলপোস্টের নিচে মোট ৫৩৯ বার দাঁড়িয়েছেন।
২০১১ সালে অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে ওল্ড ট্রাফোর্ডে আসেন ডি গিয়া। এই ক্লাবে তিনি আরো ১০ বছর থাকার ব্যাপার আশাবাদী। সেটা সম্ভব হলে তার পক্ষে স্টিফেনির রেকর্ডটি নিজের করে নেয়া সময়ের ব্যাপার মাত্র।