নিজস্ব প্রতিবেদক : আজ (১৫ জুলাই) বিকালে রাজধানীর উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
গত জুন মাসে ডা. সাঈদ হায়দার করোনাভাইরাসে আক্রান্ত হন। করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার পর নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। এর পর দীর্ঘদিন ধরে ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল সেখানে মারা যান তিনি।
আজ বাদ এশা উত্তরার ৫ নম্বর সেক্টরে আইইএস মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। উত্তরা ৪ নম্বর সেক্টরের কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে জানা গেছে।
১৯২৫ সালে পাবনায় জন্মগ্রহণ করেন সাঈদ হায়দার। কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে আইএ পাশ করেন। পরবর্তীতে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হন। কিন্তু দেশ ভাগের কারণে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে পড়াশোনা সম্পন্ন করেন তিনি।
১৯৫২ সালে ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন সাঈদ হায়দার। একুশের চেতনা পরিষদের সহ-সভাপতি ও প্রথম শহীদ মিনারের অন্যতম সহযোগী নকশাবিদ তিনি। ভাষা আন্দোলনে অবদান রাখার জন্য ২০১৬ সালে বাংলাদেশ সরকার একুশে পদক প্রদান করে।