ক্রীড়া ডেস্ক : ২০২২ ফুটবল বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ফিফা।
আগেই জানা, কাতারে হবে ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। ২০২২ সালের ২১ নভেম্বর বিশ্বকাপ মাঠে গড়াবে। ফাইনাল হবে ১৮ ডিসেম্বর। উদ্বোধনী ম্যাচটি হবে ৬০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন আল বায়িত স্টেডিয়ামে। ফাইনাল হবে লুসাইল স্টেডিয়ামে। যেখানে ৮০ হাজার দর্শক সরাসরি খেলা দেখতে পারবেন। আনুষ্ঠানিকভাবে বুধবার সন্ধ্যায় বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ফিফা।
পাঁচটি শহরে আটটি স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের ৬৪ ম্যাচ।
৩২ দলের টুর্নামেন্টের প্রথম রাউন্ড শেষ হবে ১২ দিনে। প্রথম রাউন্ডে প্রতিদিন ম্যাচ হবে চারটি। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে প্রথম ম্যাচ। পরের তিনটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টা, রাত ৯টা ও রাত ১টায়।
নক আউট পর্বের আগে পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার জন্য টানা ম্যাচ আয়োজন করছে ফিফা। শেষ ১৬ দলের ম্যাচ ও কোয়ার্টার ফাইনাল পর্বে প্রতিদিন দুইটি করে ম্যাচ হবে। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায় এবং রাত ১টায়। ১৩ ও ১৪ ডিসেম্বর হবে দুইটি সেমিফাইনাল। দুইটি সেমিফাইনাল শুরু হবে রাত ১টায়। ৮০ হাজার দর্শকের সামনে ফাইনাল ম্যাচটি শুরু হবে রাত ৯টায়।
বিশ্বকাপের টিকিট কবে বাজারে ছাড়বে তা এখনও নিশ্চিত করেনি আয়োজকরা। তবে গোলডটকম বলছে, ২০২০ সালের শেষ দিকে টিকিট বিক্রি শুরু করবে ফিফা। দর্শকরা চাইলে একদিনে দুইটি ম্যাচও দেখতে পারবেন। শহর ও স্টেডিয়ামগুলো খুব কাছাকাছি। এক ঘণ্টারও কম সময় লাগবে এক স্টেডিয়াম থেকে আরেক স্টেডিয়ামে যেতে। পাশাপাশি আয়োজক কাতার এরই মধ্যে স্টেডিয়ামে আসা-যাওয়ার জন্য মেট্রো চালু করেছে।
দ্বিতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপের আয়োজক হয়েছে এশিয়ার কোনো দেশ। এর আগে ২০০২ সালে জাপান ও সাউথ কোরিয়া বিশ্বকাপ আয়োজন করেছিল। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের শিরোপা জিতেছিল ফ্রান্স। ক্রোয়েশিয়া হয়েছিল রানার্সআপ।