ক্রীড়া প্রতিবেদক : করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সবুজ ক্যানভাসের ছোঁয়া যেন ভুলেই যেতে বসেছিলেন টাইগার ক্রিকেটাররা। অবশেষে ফুরালো অপেক্ষা।
আজ থেকে মাঠে গিয়ে অনুশীলন শুরু করতে যাচ্ছে টাইগার ক্রিকেটাররা। প্রথম ধাপে চার মাঠে অনুশীলনে ফিরছেন নয় ক্রিকেটার।
করোনাভাইরাসের কারণে মধ্য মার্চ থেকে থমকে আছে দেশের ক্রিকেটাঙ্গন। খেলা দূরে থাকুক অনুশীলন করার সুযোগও মিলছিলো না কোনোভাবে। নিজেদের ফিট রাখার জন্য ঘরে ফিটনেস ট্রেনিং করে সময় পার করছিলেন ক্রিকেটাররা।
তবে খেলোয়াড়দের মাঠে ফেরানোর লক্ষ্যে সম্প্রতি দেশের সব জেলা স্টেডিয়াম থেকে শুরু করে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম জীবাণুনাশক করে নতুন পরিচর্যায় প্রস্তুত করে তুলছিল বিসিবি। এর জন্য ১০০ জন মাঠকর্মী নিয়মিত কাজ করছিলেন। আর সে সময় বিসিবি আহ্বান করেছিলেন যারা মাঠে এসে অনুশীলন শুরু করতে চান তারা যেন আগ্রহের কথা জানান।
অবশেষে গতকাল নয়জন ক্রিকেটারের নাম প্রকাশ করে অনুশীলনের একটি রুটিন তৈরি করে দিয়েছে বিসিবি। যেখানে চারটি আলাদা মাঠে তারা ভিন্ন ভিন্ন সময়ে অনুশীলনে নামবেন।
প্রথম ধাপে ঢাকার মিরপুর ক্রিকেট একাডেমিতে অনুশীলনে ফিরবেন তিন ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস এবং পেসার শফিউল ইসলাম। এছাড়া সিলেটে প্রথম ধাপের অনুশীলনের অনুমতি পেয়েছেন পেসার খালেদ আহমেদ এবং বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
খুলনার আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের পাশাপাশি অনুশীলন শুরু করবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। আর চট্টগ্রামে কেবলমাত্র অলরাউন্ডার নাঈম হাসান অনুশীলন করবেন।