শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:১৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

রোনালদোর সামনে নতুন চ‌্যালেঞ্জ

  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ২২৬ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : সিরি ‘এ’-তে শেষ চার ম‌্যাচে পাঁচ গোল করতে পারবেন কী ক্রিস্টিয়ানো রোনালদো? যদি পারেন তাহলে পঞ্চম ইউরোপিয়ান গোল্ডেন বুট উঠবে তার শোকেসে।

৩৪ গোল নিয়ে বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানদোভস্কি রয়েছেন সবার উপরে। ৩০ গোল নিয়ে রোনালদো রয়েছেন দ্বিতীয় স্থানে। দারুণ মৌসুম কাটানোয় রোনালদোর সুযোগ এসেছে ইউরোপিয়ান গোল্ডেন বুট জেতার।চার ম‌্যাচে পাঁচ গোল পেলে-ই রোনালদো ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ গোলদাতা হচ্ছেন।

২৭৬১ মিনিট মাঠে কাটিয়ে ৩৪ গোল পেয়েছেন লেভানদোভস্কি। অন‌্যদিকে ৩০ গোল করতে রোনালদো মাঠে ছিলে ২৬৪৯ মিনিট। এদিকে এ মৌসুমে ৩০ গোল করেছেন কায়রো ইমোলিও। ২৮১৬ মিনিট মাঠে কাটিয়ে এ সাফল‌্য পেয়েছেন ইমোলিও। পাঁচ গোল পেলে তারও সুযোগ থাকবে ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের পুরস্কার জেতার।

শেষ চার ম‌্যাচে জুভেন্টাসের প্রতিপক্ষ উদিনেসে, স‌্যাম্পডোরিয়া, ক্যাগলিয়ারি এবং রোমা। করোনার পর লিগ শুরু হলে আট ম‌্যাচে নয় গোল পেয়েছেন রোনালদো। প্রায় প্রত‌্যেক ম‌্যাচে গোল পেলেও সিআর সেভেন সামনে এখন কঠিন চ‌্যালেঞ্জ অপেক্ষা করছে। এখন পর্যন্ত ইউরোপিয়ান গোল্ডেন বুট চারবার পেয়েছেন রোনালদো।

শেষবার ২০১৪-১৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে ৪৮ গোল করে এ পুরস্কার জিতেছিলেন। শেষ তিন মৌসুমে রোনালদো ইউরোপের সেরা তিনেও জায়গা করতে পারেননি। আরেকটি চ্যালেঞ্জ নিয়েও রোনালদো এগিয়ে যেতে পারেন। লিগের তিন ক্লাবের হয়ে এই শিরোপা জিততে পারেননি কোনো ফুটবলার। রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে পেয়েছেন গোল্ডেন বুট। রিয়ালের জার্সিতেও জিতেছেন এ পুরস্কার। এবার জুভেন্টাসের জার্সিতে বড় কীর্তি গড়ার পালা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com