অনলাইন ডেস্ক: হিউস্টনে চীনা কনস্যুলেটের ভেতরে প্রবেশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা। স্থানীয় সময় শুক্রবার বিকেলে তারা সেখানে প্রবেশ করেন বলে জানিয়েছে সিএনএন।
যুক্তরাষ্ট্রের শত শত বেসরকারি প্রতিষ্ঠানের তথ্য হ্যাকিং এবং করোনাভাইরাসের টিকা আবিষ্কারের গবেষণা তথ্য চুরির চেষ্টার অভিযোগে চীনের চার নাগরিকের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগের অভিযোগ দায়ের করা হয় চলতি সপ্তাহে। এই তথ্য প্রকাশ পাওয়ার একদিন পর মঙ্গলবার হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের জন্য ৭২ ঘণ্টার সময় বেঁধে দেয় যুক্তরাষ্ট্র।
শুক্রবার মার্কিন কর্মকর্তারা সাংবাদিকদের বলেছেন, টেক্সাস রিসার্চ ইনিস্টিটিউটে প্রতারণার সঙ্গে কনস্যুলেটের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
কনস্যুলেটের কর্মকর্তারা কী তথ্য সংগ্রহ করতে হবে সেই নির্দেশনা দিতে সরাসরি গবেষকদের সঙ্গে যোগাযোগ করেছিলেন।
তারা বলেন, হিউস্টনে কনস্যুলেটের কর্মকাণ্ড ছিল ক্ষুদ্র বিশ্বের মতো। ‘আমাদের বিশ্বাস ২৫টিরও বেশি শহরে এই কনস্যুলেটের মাধ্যমে ব্যক্তিগত নেটওয়ার্কগুলোকে সহযোগিতা করা হতো।