নিজস্ব প্রতিবেদক: যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, ‘করোনায় মানুষের পাশে থেকে কাজ করছে যুবলীগ। বন্যা পরিস্থিতিতেও কাজ করছে সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যুবলীগের বৃক্ষরোপণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে তুরাগ থানাধীন কয়েকটি ওয়ার্ডে গাছের চারা রোপণ করা হয়।
যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা মানুষের কল্যাণে রাজনীতি করেন। মানবসেবাই তার একমাত্র ব্রত। করোনা দুর্যোগে কোথাও কেউ না খেয়ে থাকেনি, এটাই তার প্রমাণ। শেখ হাসিনা ক্ষমতার থাকলে কেউ না খেয়ে থাকে না।
চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে যুবলীগ ঝুঁকি নিয়ে মানুষকে সহায়তা দিচ্ছে, এ দাবি করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বাড়ি বাড়ি সহায়তা পৌঁছে দিয়েছি। আমাদের দলের নেতাকর্মীরা মাঠে কাজ করছে।
বিএনপি নেতাদের সমালোচনা করে মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘করোনা দুর্যোগে বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে, প্রতিপক্ষ হয়েছে। মানুষের অসহায়ত্ব নিয়ে অপপ্রচার করে তারা জনগণের দুশমনে পরিণত হয়েছে। অপরাজনীতি বুঝতে পেরে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে।
এ সময় ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি কাউন্সিলর জাকির হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনসহ কেন্দ্রীয়, মহানগর, থানা ও ওয়ার্ড কমিটির নেতারা উপস্থিত ছিলেন।