ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকার পালগাঁও গ্রাম থেকে অপহরণের ২৬ দিনের মাথায় কবিতা আক্তার (১৬) নামে দশম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। বুধবার (২৯ জুলাই) ভোরে গাজীপুরের চতর বাজার এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী জাহাঙ্গীর হোসেনকে (২০) আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা পিবিআইয়ের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, গত ৩ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় ভালুকার পালগাঁও গ্রামের মো. কাইম উদ্দিনের কন্যা কবিতা আক্তার পাশের চাচার বাড়ি যাওয়ার পথে জাহাঙ্গীর হোসেন গংরা তাকে অপহরণ করে গাজীপুরে নিয়ে যায়। এ ঘটনায় কবিতার পিতা মো. কাইম উদ্দিন বাদী হয়ে নারী ও শিশু আদালতে সিআর মামলা দায়ের করেন। জিজ্ঞাসাবাদ শেষে আটক আসামি জাহাঙ্গীর ও ভিকটিমকে আদালতে সোপর্দ করার কথা জানান পুলিশ সুপার। কবিতা আক্তার স্থানীয় পালগাঁও হাই স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী।