নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর পৌরসভার সাধারণ নির্বাচনসহ তিন বিষয়ে সিদ্ধান্ত নিতে কমিশন সভায় বসবে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (৮ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (সংস্থাপন- ২) মো. শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, আগামী সোমবার (১০ আগস্ট) বিকেল ৩টায় ইসির সচিবালয়ের সম্মেলন কক্ষে ৬৭তম কমিশন সভায় এ বিষয়ে আলোচনা হবে। বৈঠকে কমিশনাররাও উপস্থিত থাকবেন।
চিঠি থেকে জানা যায়, বৈঠকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন পরিচালনার জন্য আইনের খসড়া উপস্থাপন ও অনুমোদন, জাতীয় সংসদ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য নির্বাচন এবং বিবিধ বিষয় নিয়ে আলোচনা হবে।
উল্লেখ্য, বিএনপি সমর্থিত প্রার্থী সফিকুর রহমান ভূঁইয়ার মৃত্যুতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিলো চাঁদপুর পৌরসভার সাধারণ নির্বাচন। গত ২৯ মার্চ এ নির্বাচন হওয়ার কথা ছিল। গত ১৬ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন স্থগিত করে কমিশন।