মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৩:৪৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

লেবাননের তথ্যমন্ত্রীর পদত্যাগ

  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ১৯৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে চলমান অচলাবস্থার মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন লেবাননের তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদ। রোববার তিনি এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন।

মানাল আবদেল সামাদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী হাসান দিয়াবের সরকার লেবাননের জনগণের আকাঙ্খা পূরণে ব্যর্থ হয়েছে। চলমান প্রেক্ষাপটে যথাযথভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় জনগণের কাছে তিনি ক্ষমা প্রার্থণা করেছেন।

এতে তিনি বলেন, বৈরুতে বিরাট বিপর্যয়ের পর আমি সরকার থেকে পদত্যাগ করেছি। আমি লেবাননিজদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা তাদের প্রত্যাশাপূরণ করতে পারিনি।

মানাল আবদেল সামাদ বলেন, ‘যে সংকটের চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করছি তাতে প্রত্যাশা পূরণ করতে না পারায় আমি লেবানের জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’

মঙ্গলবার বৈরুত বন্দরে রক্ষিত দুই হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিহত হয় অন্তত ১৫৮ জন এবং আহত হয়েছে পাঁচ হাজারের বেশি মানুষ। বিস্ফোরণের ঘটনায় দোষীদের বিচার দাবি করে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ। প্রধানমন্ত্রী হাসান দিয়াব সংকট নিরসনে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com